Breaking News

আর.জি.করে ইন্টার্নদের কাজে যোগ দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের,আদালতের আর্জি সত্ত্বেও অনশনে অনড় ইন্টার্নরা!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- আর.জি.কর হাসপাতালের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হাইকোর্ট | আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত | অনশন তুলে নেওয়ারও আবেদন জানানো হয়েছে | তবে অনশনে অনড় পড়ুয়ারা| যদিও তাতে নারাজ আন্দোলনকারীরা | ফলে হাইকোর্টের হস্তক্ষেপ সত্ত্বেও সরকারি হাসপাতালটির জট কাটল না | সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর অবকাশকালীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আগে অনশন প্রত্যাহার করুক জুনিয়র চিকিৎসকরা। তারপর দ্রুত কাজে যোগ দিক| আর.জি.কর হাসপাতালের জট কাটাতে শনিবারই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা | সোমবারই তার প্রথম শুনানি ছিল | জট কাটাতে স্বাস্থ্যসচিবকে আগামী ২৯ অক্টোবর উচ্চপর্যায়ের বৈঠকের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা| মামলাকারীর পক্ষ থেকে বলা হয়, আন্দোলনের জেরে হাসপাতালের মূল গেটে জমায়েত হচ্ছে | ট্রাফিক বিঘ্নিত হচ্ছে |রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে | আন্দোলনকারী পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলে আদালত | ২৯ অক্টোবর স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকের আগেও যেন রোগী পরিষেবায় কোনও ঘাটতি না ঘটে | তারপর আগামী ২৯ অক্টোবর স্বাস্থ্যসচিবকে একটি উচ্চপর্যায়ের বৈঠক করার নির্দেশ দেন| বলা হয়, অনশনরত জুনিয়র ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে উচ্চপর্যায়ের টিমটি আলোচনা করে সেখানেই সমাধান বের করবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *