Breaking News

বন্ধ হেলিকপ্টার পরিষেবার টিকিট বিক্রির নামে চলছে অনলাইন প্রতারণা!লালবাজার সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ এক ব্যক্তি

দেবরীনা মণ্ডল সাহা :- হেলিকপ্টারে দিঘা নিয়ে যাওয়ার নাম করেই পাতা হয়েছে প্রতারণার ফাঁদ | দিনের পর দিন ধরে চালু রয়েছে সেই ওয়েবসাইট| সেই ওয়েবসাইটের মাধ্যমে হাতিয়ে নেওয়া হল হাজার হাজার টাকা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাসিন্দার প্রদীপ হালদারের সঙ্গে | পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ প্রতারিত ব্যক্তির| উপায় না দেখে লালবাজার সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন তিনি | পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হেলিকপ্টার পরিষেবা দেওয়ার নামে ইন্টারনেটে রয়েছে ভুয়ো ওয়েবসাইট | গুগলে সার্চ করলেই মিলছে তার ঠিকানা | সেখানে রাজ্যের বিভিন্ন শহরে হেলিকপ্টার পরিষেবার বিস্তারিত রয়েছে | অনলাইনে টাকা দিয়ে টিকিট কাটার ব্যবস্থাও রয়েছে সেখানে | সেখানেই ৯,০০০ টাকা দিয়ে দিঘা যাওয়ার ২টি টিকিট কাটেন উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার প্রদীপ হালদার নামে এক ব্যক্তি |অভিযোগ, এর পর তাঁর কাছে আসে একটি ফোন | তাতে জানানো হয়, বিমা বাবদ ১১,০০০ টাকা না দিলে টিকিট হাতে পাবেন না তিনি | এরপর সেই টাকাও মিটিয়ে দেন তিনি | তারপরও টিকিট হাতে না পাওয়ায় বাদুড়িয়া থানায় যান তিনি | অভিযোগ দায়ের করেন | কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে দাবি প্রদীপবাবু|প্রদীপবাবু বলেন, সরকারি পরিষেবার নামে দিনের পর দিন ভুয়ো ওয়েবসাইট খুলে মানুষকে প্রতারণা করা হচ্ছে অথচ সরকার কিছুই জানে না?পুলিশে অভিযোগ করলে তারাও পদক্ষেপ করছে না |এরপর তিনি যান বসিরহাট সাইবার ক্রাইম থানায়, কিন্তু সেখানেও সমস্যার সুরাহা হয়নি| অবশেষে লালবাজার সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন তিনি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *