দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উত্তরাখণ্ডে গিয়ে মৃত ৫ বাঙালি ট্রেকারের দেহ ফিরল কলকাতায় | বৃহস্পতিবার সকালে হাওড়ার বাগনানের বাসিন্দা চন্দ্রশেখর দাস, সরিৎশেখর দাস ও সাগরদের দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় | তার কিছু পরেই ঠাকুরপুকুরের সাধন বসাক ও রানাঘাটের প্রীতম রায়ের দেহ ফেরে| এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, উজ্জ্বল বিশ্বাস ও বিধায়ক পুলক রায় | তাঁরাই মৃত পাঁচ ট্রেকারের দেহ পরিবারের কাছে হস্তান্তর করেন |বৃহস্পতিবার সকাল ৬টা ২০ এবং ৭টা ২০ নাগাদ দিল্লি থেকে দেহ নিয়ে রওনা দেয় বিমানে|প্রসঙ্গত, গত ১০ অক্টোবর উত্তরাখণ্ডের খারকিয়া থেকে বাগেশ্বর,জাটুলি,দেবীকুণ্ড, নাগকুণ্ড হয়ে কানাকাটা পাসে ট্রেকিংয়ে গিয়েছিলেন সাগর দাসেরা | কিন্তু প্রবল বৃষ্টি ও তুষার ঝড়ের কবলে পড়ে আটকে যান সুন্দরডুঙ্গা হিমবাহের কাছে | এতদিন আবহাওয়া খারাপ থাকার বারবার ব্যাহত হচ্ছিল তাদের উদ্ধারকাজ | পরে সেই সুন্দরডুঙ্গা হিমবাহের কাছেই পাওয়া যায় পাঁচ ট্রেকার নিথর দেহ | এদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস | সুজিত বসু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসেছি| আজ ৫ জনের মৃতদেহ এখান থেকে পৌঁছে দেওয়া হবে তাঁদের পরিবারের কাছে | খুবই দুঃখজনক ঘটনা |”মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে নিহত পাঁচ অভিযাত্রীর দেহ ফিরিয়ে আনার ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকেই সমস্ত ব্যবস্থা হয়েছে | ইতিমধ্যে দেহগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে | এবার যে যাঁর নির্দিষ্ট এলাকায় নিয়ে গিয়ে দেহগুলি সৎকার করা হবে|’