প্রসেনজিৎ ধর :- এবার রাজ্য সরকার বিজেপির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল, আর তার জেরেই সৌজন্যের রাজনীতি দেখল বাংলা |পথ দুর্ঘটনায় মৃত বিজেপি নেত্রী তথা কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী বিজেপি কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার| বুধবার সন্ধ্যায় নিমতৌড়িতে দুর্ঘটনায় পড়েন তিস্তা বিশ্বাসের পরিবার | দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলেও স্বামী ও মেয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন | খবর পেয়েই তিস্তার গড়চার বাড়িতে পৌঁছে যান পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক তথা কলকাতা পুরসভার কো-অর্ডিনেটর দেবাশিস কুমার | তাঁরা তিস্তাদেবীর পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার বার্তা দিয়েছেন| চন্দ্রিমা ভট্টাচাৰ্য বলেন, ‘রাজ্য সরকার মৃত কাউন্সিলরের স্বামী ও কন্যাকে চিকিৎসা এবং অন্যান্য সাহায্য দেওয়ার কথা জানিয়েছে | বুধ সন্ধ্যায় তমলুকের কাছে নিমতৌড়িতে জাতীয় সড়কে তিস্তার গাড়ির পিছন দিকে একটি অয়েল ট্যাঙ্কার ধাক্কা মারে বলে দাবি করেছেন মৃত বিজেপি কো-অর্ডিনেটরের স্বামী গৌরব। তিনিই গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন | গৌরব এবং তাঁর মেয়ে অবন্তিকা গাড়ির সামনের দিকে বসেছিলেন এবং তিস্তা ছিলেন পিছনের সিটে | ফলে ধাক্কার অভিঘাতে তাঁর মৃত্যু হয়েছে | তিনজনকেই উদ্ধার করে পুলিশই তমলুক হাসপাতালে নিয়ে যায় | কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তিস্তা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন | বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাতেই আহত দু’জনেক কলকাতায় নিয়ে এসে বাইপাসের পাশে বেসরকারি হাসপাতালে ভতি করা হয় | এরপরই রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক বিজেপি নেত্রীর বাড়ি পৌঁছে গিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন| এই ঘটনার পর তাঁর স্বামী ও মেয়েকে দেখতে আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার হাসপাতালে যান | শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে শোকপ্রকাশ করতে দেখা গিয়েছে |