Breaking News

কালীপুজোর আগে কোভিডের বিধিনিষেধে ছাড় দিল রাজ্য!দেখে নিন কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে আরও শিথিল হল কোভিড সংক্রান্ত বিধিনিষেধ | নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এদিন জানানো হয়েছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ বহাল থাকবে | কিন্তু ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর এবং ১০ ও ১১ নভেম্বর এই বিধিনিষেধ কার্যকর থাকবে না | কারণ ২ তারিখ ধনতেরাস, ৩ তারিখ ভূত চতুর্দশী ও ৪ তারিখ কালীপুজো | একই সঙ্গে ১০ ও ১১ নভেম্বর থাকছে ছট পুজো | তাই এই ৬দিন রাত্রিকালীন বিধিনিষেধ বজায় থাকবে না | একই সঙ্গে জানানো হয়েছে ১ নভেম্বর থেকেই রেস্তোরাঁ, জিম, সিনেমাহল ৫০ শতাংশের জায়গায় ৭০ শতাংশ ক্রেতা, গ্রাহক ও দর্শক নিয়ে খুলতে পারবে |

কী কী নিয়ম কার্যকর হবে:- 

  • জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি অফিস ১০০ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে | জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য সরকারি অফিস চলতে পারবে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী নিয়ে|
  •  রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে| তবে কালীপুজো ও দীপাবলির জন্য (আগামী ২ থেকে ৫ নভেম্বর) এবং ছটপুজোর জন্য (১০-১১ নভেম্বর) রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল থাকবে|
  • সিনেমা হল, থিয়েটার, সদন, মঞ্চ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ, স্পা, জিম খোলা রাখা যাবে | সর্বাধিক ৭০ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন |
  • সিনেমার শুটিং, টিভির অনুষ্ঠানের শুটিং-সহ আউটডোর কাজও করা যাবে | মেনে চলতে করোনা বিধি |
  • আগামী ৩১ নভেম্বর (রবিবার) থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা |আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হবে |
  • কোচিং সেন্টার খোলা যাবে। তবে সর্বাধিক ৭০ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন |
  • বিয়েবাড়ি ও খোলা জায়গায় অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে এবার থেকে ৭০ শতাংশ জনতার উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে |

সামনের মঙ্গলবার ধনতেরাস | ঠিক তার আগের সপ্তাহেই রাজ্য সরকার কোভিডের বিধিনিষেধের ওপর বেশ কিছুটা ছাড় দিল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *