Breaking News

উদ্বেগ কাটল না,তবে সামান্য হলেও মিলল স্বস্তি,রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সামান্য নিম্নমুখী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে কিছুটা নিম্নমুখী | রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন | গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের| শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে | গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৬০ জন | সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ | শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেটও আগের দিনের তুলনায় কমে ২ শতাংশে দাঁড়িয়েছে | গত কয়েকদিন ধরেই করোনার দৈনিক সংক্রমণ ফের লাগামছাড়া হয়ে উঠছে| গত তিনদিন ধরে সংক্রমণ হাজারের ঘর ছুঁইছুঁই করছে | যদিও শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে কোভিড বিধি আরও কিছুটা শিথিল করা হয়েছে | এমনকি রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেনও চালু হচ্ছে | ফলে সংক্রমণ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে | শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৫০টি ল্যাবরেটরিতে আরও ৪৯ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে | এ নিয়ে এখনও পর্যন্ত ১ কোটি ৯১ লক্ষ ৩৩ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হল | নয়া নমুনা পরীক্ষায় আরও ৯৮২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে | যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯১ হাজার ১৪ জনে| মারণ ভাইরাসের ছোবলে নতুন করে প্রাণ গিয়েছে ৮ জনের | এ নিয়ে করোনার বলি হলেন ১৯ হাজার ১১৩ জন|’ কলকাতা ও উত্তর ২৪ পরগণার সংক্রমণ চিত্র অবশ্য উদ্বেগ বাড়িয়েই রাখছে | গত ২৪ ঘন্টায় কলকাতা মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৩ জন আর উত্তর ২৪ পরগণায় ১৬১ জন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *