দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ডিসেম্বর মাসেই হতে চলেছে রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন, সেই ইঙ্গিত দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম | নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার ১৯ ডিসেম্বর, রবিবারই কলকাতা, হাওড়া ও বিধাননগরে পুরভোট করার প্রস্তুতি শুরু করেছে| তারপরের দুই দফায় রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট করানো হতে পারে | এর মধ্যে একটি দফায় ভোট করানো হতে পারে হুগলি ও উত্তর ২৪ পরগণা জেলা | আর শিল্পাঞ্চল এলাকার সঙ্গে দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমান জেলার মধ্যে থাকা পুরসভাগুলিতে | পরের দফায় বীরভূম, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের পুরসভাগুলিতে ভোট করানো হতে পারে | গোটা প্রক্রিয়া ডিসেম্বর মাসের মধ্যেই মিটিয়ে ফেলার তোড়জোড় চলছে | তবে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৩ দফায় ভোট গ্রহণ নিয়ে তাঁদের রাজ্যের প্রস্তাবে আপত্তি না থাকলেও তাঁরা চাইছেন আগামী বছরের শুরুতে জানুয়ারি মাসে ভোট করাতে |কেননা আগামী নভেম্বর মাস থেকে এক মাসব্যাপী ভোটার তালিকা সংশোধনের কাজ হবে দেশজুড়ে | সেই প্রক্রিয়া শেষ হতে হতে ডিসেম্বর মাস পড়ে যাবে | নতুন বছরের শুরুর দিকেই নতুন ভোটার তালিকা সামনে চলে আসবে | সেই তালিকা ধরেই পুরভোট করাতে চাইছে কমিশন|