দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা | ১ অক্টোবর থেকে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে, আজ পুরসভা সূত্রে এই খবর জানা গিয়েছে | কলকাতা পুরসভার ৩৭টি কেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া হয় | সেগুলি বন্ধ করে দেওয়া হল বলে জানালেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ | তিনি বলেন, ‘আজ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর থেকে এমনই নির্দেশ এসেছে | কোভ্যাক্সিন পর্যাপ্ত না থাকার কারণেই এই সঙ্কট দেখা দিয়েছে | তাই প্রথম ডোজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |’ কলকাতা পুরসভা সূত্রে খবর, কোভ্যাক্সিনের ডোজ কম আসায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে| তাই যাঁরা প্রথম ডোজ পেয়েছেন তাঁরাই কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন | এমনকী পরবর্তী নির্দেশিকা না জারি হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে | যদিও কোভিশিল্ডের টিকাকরণ আগের মতোই চলবে | কলকাতায় কোভ্যাক্সিনের আকাল তৈরি হয়েছিল সেপ্টেম্বর মাসেও | তখনও অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিনের ডোজ বন্ধ করে দেওয়া হয়েছিল | শুধুমাত্র কোভ্যাক্সিনের বকেয়া ৫০ হাজার দ্বিতীয় ডোজের প্রাপককে ওই ৩৭টি সেন্টার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে | তবে কোভিশিল্ড যেমন দেওয়া হচ্ছে তেমনি দেওয়া হবে | এখন কোভিশিল্ড ১০২ টি আরবান প্রাইমারি হেলথ সেন্টার এবং ৫ টি মেগা সেন্টার সেন্টার থেকে দেওয়া হয়|