দেবরীনা মণ্ডল সাহা :- ত্রিপুরার সাম্প্রদায়িক হিংসা নিয়ে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন | আগামী চার সপ্তাহের মধ্যে ত্রিপুরার মুখ্যসচিব, পুলিশের ডিজিপি এবং রাজ্য মানবাধিকার কমিশনকে রিপোর্ট দিতে হবে | ত্রিপুরায় সাম্প্রতিক রাজনৈতিক হিংসা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসার যে অভিযোগগুলি প্রকাশ্যে আসছিল, সেগুলি তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র তথা সমাজ কর্মী সাকে গোখলে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করেছিলেন | সেই অভিযোগের ভিত্তিতেই ত্রিপুরার মুখ্যসচিব এবং ত্রিপুরা পুলিশের ডিজিপির থেকে রিপোর্ট তলব করেছে কমিশন | এ প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, “শুধু রিপোর্ট চাইলেই হবে না | মানবাধিকার কমিশনকে ত্রিপুরায় প্রতিনিধিদল পাঠাতে হবে | আক্রান্তদের সঙ্গে তাঁদের কথা বলতে হবে| নাম, ঠিকানা, অভিযোগ সংগ্রহ করতে হবে কমিশনের প্রতিনিধি দলকে | যেভাবে তাঁরা বাংলায় বাড়ি-বাড়ি ঘুরে অভিযোগ শুনেছেন|” যদিও এ প্রসঙ্গে ত্রিপুরা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি |