Breaking News

স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করলে করুন ফোন করুন হেল্পলাইনে,নবান্নের তরফে প্রকাশিত ৫টি নম্বর, তার মধ্যে একটি টোল ফ্রি নম্বর!

দেবরীনা মণ্ডল সাহা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণের জন্য কড়া নির্দেশ দেন বেসরকারি হাসপাতালগুলিকে | রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রত্যেক জেলা শাসককে এই বিষয়ে নজর দিতে বলেন | কিন্তু এখনও কিছু জায়গায় নেওয়া হচ্ছে না স্বাস্থ্য সাথী কার্ড | সেই বিষয় নজরে এসেছে স্বাস্থ্য কমিশনের | তাই এবার আরও একধাপ এগিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল কমিশন | এবার থেকে যে কোনও হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যাখ্যান করলেই সরাসরি টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে | এছাড়াও এই সংক্রান্ত বিষয়ে একটি হোয়াটসঅ্যাপ নম্বর খোলা হয়েছে | নবান্নের তরফে মোট ৪টি ফোন নম্বর ও একটি টোল ফ্রি নম্বর প্রকাশ করা হয়েছে | স্বাস্থ্যসাথী কার্ড যদি কোনও হাসপাতাল গ্রহণ করতে অসম্মত হয়, কার্ডের জন্য রোগী ফিরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে তবে ফোন করুন 1800-345-5384 টোল ফ্রি নম্বরে | অর্থাৎ, এই নম্বরটিতে ফোন করতে গেলে কোনও খরচ হবে না | এছাড়া রয়েছে চারটি মোবাইল নম্বর| সেখানেও হেল্প চাইতে পারেন স্বাস্থ্যসাথী বিষয়ক সমস্যার জন্য| এই নম্বরগুলি হল, 9073313211, 9513108383, 8334902900 এবং 9830164268|মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সত্ত্বেও স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরও রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ প্রায় রোজকারের ঘটনা | আগেই ওই হাসপাতালগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী | জানিয়েছিলেন স্বাস্থ্যসাথী গ্রহণ না করলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *