Breaking News

‘পশ্চিমবঙ্গ জঙ্গী গ্যাংস্টার এদের শেল্টার হয়ে গেছে’, জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের!

নিজস্ব সংবাদদাতা :- “বাংলা এখন জঙ্গি, গ্যাংস্টারদের শেল্টার হয়ে গিয়েছে |” দক্ষিণ ২৪ পরগণার সুভাষগ্রাম থেকে জেএমবি জঙ্গি সন্দেহে এক জনের গ্রেফতারির ঘটনায় ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ | তিনি সাংবাদিকদের সামনে বলেন, “পঞ্জাব থেকে নিউটাউনে থাকছেন গ্যাংস্টার, বাংলাদেশের যত জঙ্গি আল-কায়দা জেএমবি- সবাই এসে পশ্চিমবাংলায় সেন্টার নিচ্ছে | কারণ এখানকার সরকার তাদের প্রতি নরম মনোভাব দেখায় |” তাঁর সংযোজন,“৫০ কিলোমিটার বর্ডারে বিএসএফ-এর সীমান্ত সীমা বাড়ানো হয়েছে |তার উদ্দেশ্য একটাই | যারা অন্য দেশ থেকে ঢুকছে তাদেরকে যাতে ৫০ কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে ধরতে পারা যায় | কিন্তু এখানকার সরকার তার বিরোধিতা করছে এখানকার সরকার চান না এখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আসা বন্ধ হোক |”প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগণার সুভাষগ্রাম থেকে জেএমবি জঙ্গি সন্দেহে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ | সম্প্রতি কলকাতার হরিদেবপুর থেকে ধরা পড়ে জেএমবি-র কয়েকজন| তাদের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান  | গোয়েন্দারা তাকে প্রাথমিক জেরা করে জেনেছেন দু বছর আগে সে বাংলাদেশ থেকে এ দেশে ঢুকেছিল | তার কাছ থেকে জাল আধার কার্ড পাওয়া গিয়েছে | অন্যদিকে করোনা প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন,রাজ্যে পুজোর পর থেকে ঊর্দ্ধমুখী করোনা সংগ্রমণের গ্রাফ | এই আবহে মানুষ নিজেরা যাতে সচেতন থাকেন সেই আবেদন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি| স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও রাজ্য সরকারকে তুলোধনা করেন দিলীপবাবু |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *