প্রসেনজিৎ ধর :- দীপাবলিতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়| এদিন তিনি আলোর উৎসবের প্রতি অনুপ্রেরণা জানিয়ে টুইট করে রাজ্যপাল বলেছেন, ‘দীপাবলির শুভ মুহূর্তে সবাইকে শুভেচ্ছা জানাই | দীপাবলি আমাদের অন্ধকার দূর করতে অনুপ্রাণিত করে | অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয়কে চিহ্নিত করে | এই শুভ মুহূর্তে সকলে মিলে দরিদ্র এবং অসহায় মানুষের জীবনে আশার আলোর প্রদীপ জ্বালিয়ে মানবতার মহৎ মূল্যবোধকে লালন করি |’
দীপাবলিতে মমতার সরকারকে তোপ দাগেননি রাজ্যপাল |প্রসঙ্গত , অক্টোবারের শেষের দিকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যপাল| তড়িঘড়ি করে তাকে দিল্লির এইমস-এ ভর্তি করানো হয় | সূত্র মারফত এই খবর প্রকাশ্যে আনে এএনআই | অক্টোবরের শেষ সপ্তাহে তিনি প্রথমে কিছু অসুস্থ হন | দিল্লিতে বঙ্গভবনে তাঁর চিকিৎসা চলে প্রথমে| পরীক্ষায় এরপর ধরে পড়ে ম্যালেরিয়া| প্রচন্ড জ্বর না কমায় এইমসে ভর্তি করা হয় তাঁকে | তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন চিকিৎসক নীরজ নিশ্চল | তবে রাজভবনের তরফে কোনও বিবৃতি জানানো হয়নি | এরপর ২৮ অক্টোবার টুইট করে চিকিৎসক নীরজ নিশ্চলকে ধন্যবাদ জানান রাজ্যপাল বিভিন্ন সময়েই টুইট করে থাকেন রাজ্যপাল জগদীপ ধনখড় | কখনও তা কোনও উত্সবের শুভেচ্ছা জানিয়ে হোক কখনও বা রাজ্য সরকারকে নিশানা করে | তবে, দীপাবলির দিন কার্যত দেখা যায় রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা না করে সম্পূর্ণ একটি উদযাপন বার্তাই টুইট করেছেন ধনখড়|