প্রসেনজিৎ ধর, কলকাতা :- দীপাবলির রাতে প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সু্ব্রত মুখোপাধ্যায় | মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫| গত ২৪ অক্টোবর থেকেই তিনি অসুস্থ ছিলেন | এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল | কিন্তু অবস্থার ক্রমশই অবনতি হওয়ায় তাঁকে উডবার্ন ওয়ার্ডের আইসিসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল| সেখানেই বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায় |আগামিকাল, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২ টো পর্যন্ত রবীন্দ্রসদনে থাকবে মরদেহ |হাসপাতালে ভর্তি হওয়ার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে| এতটাই অবনতি হয় যে, আর ঝুঁকি নেননি চিকিৎসকরা | প্রথমে উডবার্নের আইসিসিউ-তে, পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে | ‘নন ইনভেসিভ ভেন্টিলেশন’ বা বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় রাজ্যের মন্ত্রীকে, দেওয়া হয় অক্সিজেনও | পরে আবার বুকেও সংক্রমণ ধরা পড়ে | হাসপাতাল সূত্রে খবর, দুপুর থেকে ফের শারীরিক অবস্থা অবনতি হয় সুব্রত মুখোপাধ্যায়ের | দু’বার হৃদরোগে আক্রান্ত হন | তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগের আইসিইউ-কে নিয়ে গিয়ে চিকিৎসাও শুরু হয়েছিল | কিন্তু শেষরক্ষা হল না |
ঘড়িতে তখন রাত ৯টা, ২২ মিনিট প্রয়াত হন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় | বাড়িতে কালীপুজোয় ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | পঞ্চায়েতমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে পৌঁছন এসএসকেএম-এ | সঙ্গে ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের শীর্ষনেতারা | প্রিয় সুব্রতদার প্রয়াণে ভেঙে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |এসএসকেএমের বাইরে তিনি বলেন, ‘জীবনে অনেক দুর্যোগ দেখেছি | কিন্তু সুব্রতদার মৃত্যুটা আমার কাছে ভীষণ-ভীষণ বড় দুর্যোগ| সুব্রতদার মতো মানুষ, এত হাসিখুশি মানুষ, এত কর্মঠ মানুষ, পার্টি অন্ত প্রাণ, বিধানসভা অন্ত প্রাণ – আর হবে কিনা, সন্দেহ আছে |’