Breaking News

বাম-কংগ্রেস জোট সমঝোতা আরও এক ধাপ এগোল,১১৬ টি আসনের রফা হল এদিনের বৈঠকে

নিজস্ব সংবাদদাতা :- টার্গেট একুশের বিধানসভা নির্বাচন | বাম কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে আলোচনা আরও এক ধাপ এগোল বৃহস্পতিবার| এদিন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরীদের বৈঠকে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে আরও ১১৬টি আসনের রফা হল | এদিন সিদ্ধান্ত হয় বামেরা ৬৮টি, কংগ্রেস ৪৮টি আসনে লড়বে | উল্লেখ্য, গত সোমবার প্রথম দফার বৈঠকেই ৭৭টি আসনের রফা হয়ে গিয়েছিল | এই ৭৭টি আসনের মধ্যে কংগ্রেসকে ৪৪টি আসন ছেড়ে দিতে রাজি হন বামেরা | বাকি আসনগুলিতে লড়বেন তাঁরা |

দুদিনের বৈঠকের পর বাম কংগ্রেস জোটের আপাতত নির্যাস যা দাঁড়াল তাতে ১০১টি আসনে লড়বে বাম আর কংগ্রেস লড়বে ৯২ টি আসনে | আরও ১০১টা আসনের ফয়সলা এখনও বাকি রয়েছে | এদিনের বৈঠকের পর হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেন, “বাম-কংগ্রেস বা কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসেবে লড়াই করবে | একে অপরের সঙ্গে আলোচনা করে এগিয়ে যাব | মাত্র দুদিনেই অনেকটা এগিয়েছি। আলোচনার মাধ্যমে বাকিটা হবে |” তিনি আরও বলেন, “একই বৃন্তে দুটি ফুল পদ্ম ও ঘাসফুল | দুটি বিষাক্ত ফুল, তাঁদের সরাতে হবে|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *