নিজস্ব সংবাদদাতা :- ফের ফেসবুকে বিস্ফোরক দিলীপ ঘোষ, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি জানান “গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে লড়ছেন মাননীয়া।” তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতর্কিত পোস্ট করলেন বিজেপি রাজ্য সভাপতি। অন্যদিকে বিজেপির এই মন্তব্যে তৃণমূল সাংসদ সৌগত রায় পাল্টা জানিয়েছেন, “বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির ছোঁয়া আনতে চাইছে বিজেপি।” প্রসঙ্গত, আসন্ন ভোট এগিয়ে আসতেই বাংলার শাসক শিবিরকে প্রতিদিনই নতুন চালে মাত দিচ্ছে বিজেপি। কখনো দলে আসছে নতুন কেউ, তো কখনো কঠিন হচ্ছে ভোট স্ট্রাটেজি। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই দু তরফে যে প্রকার অস্ত্র নিক্ষেপ শুরু হয়েছে তা দেখে সাফ আভাস মিলছে বিজেপি তৃণমূল দুই পক্ষই দমে যাওয়ার পাত্র নয়। একে অপরকে টেক্কা দিতে প্রতিদিনই দুই দল পালা করে মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে। একই এলাকায় দুই দল পালা করে বক্তব্য রাখছে সকাল বিকেল। অন্যদিকে গত ২৩শে জানুয়ারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ওঠার পর জয় শ্রীরাম ধ্বনি ওঠে, তারপর থেকেই রাজ্যে তৃণমূল বিজেপি সংঘাত আরো একধাপ ঊর্ধ্বে উঠেছে।
Hindustan TV Bangla Bengali News Portal