নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার সাতসকালেই কেঁপে উঠল রাজধানী দিল্লি | এদিন সকালে পশ্চিম দিল্লিতে সকাল ৯টা ১৭ নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয় | ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ সকালে পশ্চিম দিল্লির কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৮ | ভূগর্ভের ১৫ কিলোমিটার গভীর থেকে এই কম্পন ছড়িয়ে পড়েছিল | কম্পনের কেন্দ্রস্থল ছিল পশ্চিম দিল্লি, তবে আশেপাশের এলাকাগুলিতেও সেই কম্পন অনুভূত হয় |
অতি সামান্য কম্পন হওয়ায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও অবধি | স্থানীয় বাসিন্দাদের একাংশ ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরেই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন | আবার অনেকে ভূমিকম্প টেরই পাননি বলে জানান | এর আগে গত বছরেও ১৮ ডিসেম্বর ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি | সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২ | আজ সকালের ভূমিকম্প কী কারণে হয়েছিল, তা এখনও জানান যায়নি | তবে এক মাসের অন্তরেই ফের একবার ভূমিকম্প হওয়ায় কিছুটা শঙ্কিত রাজধানীবাসী |