Breaking News

স্বাস্থ্য পরীক্ষার জন্য সপ্তাহের শেষে টানা চার দিন বন্ধ রাখা হবে পার্কস্ট্রিট উড়ালপুল!ভোগান্তির আশঙ্কায় শহরবাসী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ডিসেম্বরের চারদিন বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল | যার ফলে রবীন্দ্র সদন থেকে ধর্মতলা যেতে গেলে এই উড়ালপুল ব্যবহার করা যাবে না | কারণ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে | তাই টানা চারদিন তা বন্ধ রাখা হবে | কলকাতা পুলিশ সূত্রে খবর, ৩ ডিসেম্বর রাত ১০টা থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই উড়ালপুল বন্ধ থাকবে | এর ফলে যানজটের আশঙ্কা রয়েছে | যদিও সপ্তাহান্তে এই উড়ালপুলের রক্ষণাবেক্ষণের জন্য দিন ঠিক করা হয়েছে যানজট এড়াতেই |দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা ও শিয়ালদহ যেতে এই উড়ালপুলের ব্যবহার করা হয় | তবে গণপরিবহণ খুব একটা যাতায়াত করে না এই উড়ালপুল দিয়ে|শুধুমাত্র ছোট গাড়ি, লরি ও বাইক যাতায়াতের জন্য ব্যবহার করা হয় পার্কস্ট্রিট উড়ালপুল| তবে যানজটের আশঙ্কা থাকার জন্য রুটে বদল এনেছে কলকাতা পুলিশ| জানা গিয়েছে, ধর্মতলা এবং এক্সাইড মোড়ের দিকে যাওয়ার যাবতীয় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে জওহরলাল নেহরু রোডের দিকে | এক্সাইড অভিমুখী গাড়িগুলিকে ডাফরিন রোড এবং মেয়ো রোডের দিকেও চালানো হতে পারে | কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোলার থেকে জানানো হয়েছে, যানজট বাড়লে প্রয়োজনে পার্কস্ট্রিট ক্রসিং দিয়ে গাড়ি রেড রোডের দিকে পাঠানো হতে পারে | এইচআরবিসি কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ৩ তারিখ সকাল থেকেই ভারী যন্ত্রাংশ আসতে শুরু করবে | ওই দিন রাত থেকেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার কাজ শুরু হয়ে যাবে। একাধিক গাড়ির ভার সামলাতে কতটা সক্ষম এই পার্কস্ট্রিট উড়ালপুল তা-ই খতিয়ে দেখা হবে | ইতিমধ্যেই শহরের প্রত্যেকটি সেতু এবং উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার | পার্ক স্ট্রিট উড়ালপুলের পাশাপাশি, লকগেট উড়ালপুল, খিদিরপুর উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষাও ধাপে ধাপে করা হবে বলে খবর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *