Breaking News

এসএসকেএম-এ নার্সদের আন্দোলন ১ মাস বন্ধ রাখতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট!আন্দোলনরত নার্সদের দাবিদাওয়া খতিয়ে দেখছে রাজ্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেতন বৈষ্যমের অভিযোগে সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করে নার্সদের আন্দোলন | অবিলম্বে এসএসকেএমে নার্সদের আন্দোলন বন্ধ করতে ও কাজে ফিরতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | রাজ্য সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে আগামী একমাস এসএসকেএমে কোনও আন্দোলন করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত | এদিন এসএসকেএম হাসপাতালের নার্সদের আন্দোলন নিয়ে শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, নার্সদের বেতন বৈষম্যের বিষয়টি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা পর্যালোচনা করে দেখছেন | রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, ‘মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বাস্থ্য অধিকর্তা দাবি-দাওয়া খতিয়ে দেখছেন | ১ মাস সময় লাগবে বিচার-বিবেচনা করে দেখতে | আন্দোলনের ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে, অ্যাম্বুল্যান্স আটকে যাচ্ছে | হাসপাতালের ভিতর মাইকে স্লোগান চলছে | এক মাস পর রাজ্য কী সিদ্ধান্ত নেয়, তা দেখে পরবর্তী পদক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট | শান্তিপূর্ণ আন্দোলন করলে আপত্তি নেই কলকাতা হাইকোর্টের, পর্যবেক্ষণে জানান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব| নার্সদের সংগঠনের তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর বক্তব্য, বেতন পরিকাঠামো নিয়েই ক্ষোভ | জেলার বিভিন্ন প্রান্তের নার্স ছাড়াও এসএসকেএম হাসপাতালের নার্সরাও রয়েছেন এই বিক্ষোভে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *