নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- গ্রুপ ডি-র পর এবার এসএসসি-গ্রুপ সি দুর্নীতিতেও বেআইনিভাবে নিযুক্ত ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | বৃহস্পতিবার মামলার শুনানিতে এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | সঙ্গে কীভাবে এই ৩৫০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে তা জানিয়ে এসএসসি-এর সভাপতিকে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি| কিছুদিন আগেই গ্রুপ ডি নিয়োগের মামলায় স্কুল সার্ভিস কমিশনের ওপর ক্ষুব্ধ হন হাইকোর্টের বিচারপতি | এবার গ্রুপ সি মামলাতেও ধাক্কা খেল কমিশন | ভুয়ো নিয়োগের অভিযোগে ৩৫০ জনের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়| কত জনের ভুয়ো নিয়োগ হয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি | আদালতের আরও নির্দেশ, বেআইনিভাবে নিযুক্ত প্রত্যেককে এই মামলায় পক্ষ করতে হবে | এদিন মামলার শুনানিতে আদালত জানিয়েছেন, যে ৩৫০ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তাদের সুপারিশপত্র ও নিয়োগপত্র খতিয়ে দেখতে হবে | তাতে যদি প্রমাণিত হয় যে প্যানেলের মেয়াদ ফুরানোর পর তাদের নিয়োগ করা হয়েছে তাহলে অবিলম্বে প্রত্যেকের বেতন বন্ধ করতে হবে। ২০১৯ সালের ১৮ মে ফুরায় এসএসসি গ্রুপ সির প্যানেলের মেয়াদ|কীভাবে কোন সুপারিশের ভিত্তিতে এদের নিয়োগ করা হয়েছিল তা ১৩ ডিসেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে এসএসসি-র সভাপতিকে| আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি |