Breaking News

‘সাংবিধানিক নিয়ম নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ’‌, কমিশনের উদ্দেশ্যে টুইট রাজ্যপালের,কেন্দ্রীয় বাহিনীর সুপারিশ রাজ্যপালের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড় | কলকাতা পুরনিগমের নির্বাচন বিস্তারিত জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | তাঁর তলব পেয়ে বৃহস্পতিবার দুপুরে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস | তিনি ধনখড়কে পুরনির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন | সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন রাজ্যপাল | সেই বৈঠকে ধনখড় কমিশনারের কাছে সুষ্ঠু ভাবে পুরভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনি নামানোর পক্ষে সওয়াল করেন | তবে সৌরভবাবু তাঁকে আশ্বাস দেন যে, শান্তিপূর্ণ ভাবে ভোট করানোর জন্য সমস্ত ব্যবস্থাই নেওয়া হবে | সূত্রের খবর, এই বৈঠকে রাজ্যপাল জিজ্ঞাসা করেন, কেন একদিনে হল না সব পুরসভার নির্বাচন? পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরামর্শও দেন তিনি | তবে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন, রাজ্য পুলিশের পক্ষ থেকে যে খসড়া রিপোর্ট এসেছে তাতে নিরাপত্তা দিতে সমর্থ তাঁরা | যদিও বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেননি সংবাদমাধ্যমের সামনে | স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও উভয়ের মধ্যে কথা হয়েছে | পরে রাজ্যপাল নিজেই টুইট করে তা জানান | আর সেই সূত্রেই জানা গিয়েছে, রাজ্যপাল নিজেই কমিশনকে সুপারিশ করেছেন কেন্দ্রীয় বাহিনীর ছত্রছায়ায় পুরভোট করানোর জন্য | কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবি বিজেপি অনেক আগেই তুলেছে| এমনকি সেই আর্জি নিয়ে আদালতে মামলাও ঠুকেছে | আগামী সোমবারই সেই মামলায় রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট| কিন্তু তার আগেই এদিন রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সুপারিশ করলেন কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করাতে | বৃহস্পতিবার ফের কমিশনারকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার পরামর্শ দেন রাজ্যপাল | তবে তিনি বৈঠকের পর টুইট করেছেন | কী লিখেছেন রাজ্যপাল?‌ জগদীপ ধনখড় টুইটে লেখেন, ‘‌সাংবিধানিক নিয়ম নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ | তাই তা মেনে চলা উচিত |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *