দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিগত তিনবারের প্রাক্তন কাউন্সিলর রতন মালাকার ৭৩ নম্বর ওয়ার্ডে তাঁর প্রার্থী পদ প্রত্য়াহার করলেন | ওই ওয়ার্ডেই এ বার তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় | তালিকায় নিজের নাম দেখতে না পেয়ে ‘অভিমানে’ নির্দল হিসেবে প্রার্থী পদের জন্য নমিনেশন জমা দিয়েছিলেন রতন | অবশেষে তিনি সেই নমিনেশন প্রত্যাহার করলেন বলে খবর সূত্রের | শুক্রবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে রতন মালাকার বলেন,“আমি বহুদিন ধরে তৃণমূল করি| দলেই আছি | দলের প্রতি আনুগত্য ছিল, আছে | মানুষ চেয়েছিল আমি লড়াই করি | ওয়ার্ডের মানুষের স্বার্থে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলাম | তবে মনোনয়ন প্রত্যাহার করছি |”প্রসঙ্গত, গত ২০০০ সালে ৭১ নম্বর ওয়ার্ডে প্রথমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন রতন মালাকার | ২০০৫, ২০১০ এবং ২০১৫ সালে মুখ্যমন্ত্রীর ওয়ার্ড থেকেই কাউন্সিলর নির্বাচিত হন তিনি| এবার তাঁকেই বাদ দিয়ে দেওয়ায় অভিমানেই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন রতনবাবু | তবে বাকি দুই নির্দল প্রার্থী ৭২ নম্বর ওয়ার্ডের সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও ৬৮ নম্বর ওয়ার্ডের তনিমা চট্টোপাধ্যায় এখনও অনড় আছেন নির্দল হিসাবে লড়াই করার জন্য | সচ্চিদানন্দবাবু যেমন কলকাতা পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান তেমনি তনিমাদেবী রাজ্যের সদ্য প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন | এই দুই হেভিওয়েট নেতানেত্রীকে ঘিরে তৃণমূলের অন্দরে অস্বস্তি থাকছে |