নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :-ফের মাওবাদী পোষ্টার উদ্ধার পড়ল পুরুলিয়ায় | এই ঘটনায় সকাল থেকেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ গ্রামবাসীদের মধ্যে | আজ পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়ারসিনি মোড়ে মাওবাদী পোষ্টার উদ্ধার হয়েছে | ঝাড়খণ্ড–বাংলা সীমানায় এই দুয়ারসিনি মোড় | সেখানে একটি সরকারি বোর্ডে হিন্দিতে লেখা এই পোষ্টার দেখতে পান গ্রামবাসীরা | তাঁরাই আতঙ্কে কাঁটা হয়ে বান্দোয়ান থানায় খবর দেন | পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোষ্টারগুলি উদ্ধার করে|এই বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার এস. সেলভামুরুগণ বলেন, ‘এই পোস্টারের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি|’কী লেখা আছে পোস্টারে? হিন্দি ভাষায় সেখানে লেখা, ‘নকশালরা একসঙ্গেই আছে | নকশালরা বাড়ি–ছাড়া রয়েছে | তাদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করছে |’ এই পোস্টার থেকে পুলিশের অনুমান কোনও নাশকতার ছক চলছে| এটা তার আগাম পূর্বাভাস | পুলিশের সন্দেহ, পোষ্টারগুলি ঝাড়খণ্ড থেকে এসে কেউ লাগিয়ে গিয়েছে | তবে কে বা কারা একাজ করল, তা এখনও স্পষ্ট নয় | তবে এটা মূলত ভয় দেখানোর জন্যই করেছে মাওবাদীরা | তবে প্রশাসনের তরফে হাল্কা ভাবে নেওয়া হচ্ছে না এই পোস্টারগুলিকে। কারণ ২-৮ ডিসেম্বর সিপিআই (মাওবাদী)র গণমুক্তি গেরিলা ফৌজ সপ্তাহ চলছে| সেই সময়েই পোস্টার মেলায় চিন্তা বাড়ছে প্রশাসনের |প্রসঙ্গত, ২০০৬ সালে দুয়ারসিনি মোড়ে নির্মীয়মাণ বান্দোয়ান পঞ্চায়েত সমিতির গেস্ট হাউসে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল | আর এখন পর পর মাওবাদী পোস্টার মেলায় নাশকতার গন্ধ পাচ্ছেন পুলিশ কর্তারা | তাই গোটা পুরুলিয়াতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে |