Breaking News

‘জাদুঘরে নিজেদের নাম খোদাই করার চ্যালেঞ্জ নিয়েছে বামেরা’ তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলায়’ বামেদের তোপ তৃণমূলের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার কলকাতা পুরসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের নিশানায় পড়ল সিপিআইএম | একুশের নির্বাচনে তাঁরা গোহারা হয়েছে | জোট করেও একটি আসন পায়নি তাঁরা | বিধানসভায় নেই বামেরা স্বাধীনতার পর এই প্রথম | আর এবার বামেদের আক্রমণ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্রে | তাঁদের খোঁচা দিয়ে বলা হয়েছে, নিজেদের নাম জাদুঘরে খোদাই করে রাখার চ্যালেঞ্জ নিয়েছে বামেরা |ঠিক কী লেখা হয়েছে?‌ শনিবার ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে লেখা হয়, ‘‌কলকাতার ধর্মতলা চত্বরে প্রায় শতাব্দীপ্রাচীন বহু বাড়ি রয়েছে | তার মধ্যে একটি সাদা বাড়ি, যাকে কলকাতার মানুষ জাদুঘর হিসেবেই জানেন| সেই জাদুঘরেই নিজেদের নাম খোদাই করে রাখার জন্য চ্যালেঞ্জ নিয়েছে রাজ্যের বামেরা | ২৩৬ থেকে এখন তারা আক্ষরিক অর্থেই শূন্য | বিধানসভায় শূন্য | লোকসভায় শূন্য | কলকাতা পুরসভা নির্বাচন শেষ হলে সেখানেও বিগ জিরো নিশ্চিত | পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি|’ মুখপত্রে বলা হয়েছে, রাজ্য থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বামেরা| একুশের নির্বাচনে খুব খারাপ ফল, স্বাধীনতার পর এই প্রথম বিধানসভায় নেই বামেরা | বিধানসভা থেকে লোকসভা-সব লড়াইতেই তাদের নিট ফল শূন্য | এই ভাষাতেই রাজ্য বামেদের কটাক্ষ করা হয়েছে জাগো বাংলায় | কংগ্রেসের সঙ্গে জোট করে বামেরা যে নিজেদের ক্ষতি নিজেরাই করেছে সে কথাও বলা হয়েছে সম্পাদকীয়তে| তাই বিষয়টি নিয়ে খোঁচাও দেওয়া হয়েছে | সেখানে লেখা হয়েছে, ‘‌কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভরাডুবির পরেও সিপিআইএম নেতাদের চেতনার এতটুকুও পরিবর্তন হয়নি | শরিকদের হুমকি উপেক্ষা করে কংগ্রেসের জন্য বেসরকারিভাবে আসন ছেড়ে নিজেদের জেদ বজায় রেখেছে | জেদের রেজাল্ট আলিমুদ্দিনও জানে, জানে বিধান ভবনও |’ প্রায় প্রতিদিনই নিজেদের মুখপত্রে কংগ্রেসকে তুলোধোনা করছে তৃণমূল | আর এবার পুরভোটের আগে তৃণমূলের নিশানায় সিপিএম |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *