দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলায়’ এবার শাসক দলের নিশানায় বিজেপি|একুশের বিধানসভা নির্বাচনে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে বঙ্গবাসী, আর এবার পুরনির্বাচনে ছুঁড়ে ফেলে দেবে | বিজেপিকে ঘিরে এবার নিজেদের মুখপত্রে এমন বার্তাই দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস | নিজেদের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে তৃণমূল জানিয়েছে, ‘সাম্প্রদায়িকতার বীজ বাংলার এই পূণ্যভূমিতে পোঁতার চেষ্টা করে চলেছে গেরুয়া শিবির | বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শান্তি, সম্প্রীতি নষ্ট করতে কোনও কুসুর করেনি | কিন্তু ওরা ভুলে গিয়েছে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা | ধর্ম-বর্ণ-জাতির মিলনস্থল এই শহর| ক্ষণিকের তরে মানুষ দিকভ্রান্ত হয়েও মানুষ কিন্তু মানুষের পাশেই থাকে, জয় হয় মানবতার | পুরভোটেও অন্দরে অন্দরে বিষ ছড়ানোর প্রবল চেষ্টা অব্যাহত | কিন্তু মানুষ জানেন কোথায় তাঁরা নিরাপদ | মানুষ উন্নয়ন দেখেছেন নিজেদের জীবন দিয়ে | তাঁরা জানেন, শুধু সুখ-দুঃখেই নয়, কলকাতার উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই সম্ভব|মানুষ যেভাবে বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ১৯ ডিসেম্বর কলকাতার ভোটেও তার পুনঃরাবৃত্তি হবে|’ বিজেপির তরফে শমীক ভট্টাচার্যের অবশ্য মত, “তৃণমূল কী বলল তাতে যায় আসে না| সাধারণ মানুষ বোঝেন কারা সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন | সাম্প্রদায়িকতার অভিযোগ নিয়েই রাজনীতিতে বিজেপি নিজেকে প্রতিষ্ঠা করেছে | মানুষের কথা বলে আমরা জাতীয়তাবাদের কথা বলে জনভিত্তি তৈরি করেছে বিজেপি | তৃণমূলের কথায় বিজেপির চলার পথ প্রভাবিত হবে না|”