প্রসেনজিৎ ধর :- এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানাল নেপাল | কাঠমাণ্ডুতে একটি কনভেনশনে যোগ দেওয়ার জন্য নেপালি কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে | আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর সেখানে ওই কনভেনশন হবে | সূত্রের খবর, সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী | ১১ ডিসেম্বর একদিনের ঝটিকা সফরে নেপাল যেতে পারেন তিনি | ভিন রাজ্যে সংগঠন তৈরি করতে বিভিন্ন রাজ্যে সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সদ্য মুম্বই সফর সেরে ফিরেছেন তিনি | এবার তাঁর আমন্ত্রণ এল নেপাল থেকে | মমতাকে সেই আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট তথা বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর
দুর্বা| নেপালি কংগ্রেসের ন্যাশনাল কনভেনশন রয়েছে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্যই আমন্ত্রণ করা হয়েছে মমতাকে | আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, ‘আমাদের বিশ্বাস, মমতার উপস্থিতি আমাদের একজোট হয়ে কাজ করার, অন্য দলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে |’ কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বিদেশে যেতে চান, তাহলে বিদেশমন্ত্রকের অনুমতি প্রয়োজন | কিন্তু এক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র বা অনুমতি দেওয়া হয়নি | বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, রোমে যে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অনুষ্ঠানটি মুখ্যমন্ত্রীপদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়! সেকারণেই তাঁর রোম-সফর বাতিল হয়ে যায় | সূত্রের খবর, এবারও যথারীতি কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে | দিল্লির তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি | যদি অনুমতি পাওয়া যায়, সেক্ষেত্রে ১১ ডিসেম্বর একদিনের সফরে নেপালে যেতে পারেন মুখ্যমন্ত্রী |