দেবরীনা মণ্ডল সাহা :- এবার থেকে পড়ুয়াদের পাশাপাশি মৎস্যজীবীদের জন্যও চালু হচ্ছে বিশেষ কার্ড | এমনকি কারিগর ও শিল্পীদেরও পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| আজ দিনাজপুরের কর্ণজোড়ায় তিনি প্রশাসনিক সভা করছেন | সেখান থেকেই তিনি অন্যান্য প্রকল্পের খোঁজ নেন | স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে টাস্ক ফোর্স গঠন করতে নির্দেশ দেন তিনি | তারপরই নতুন দুই কার্ডের কথা ঘোষণা করেন তিনি | এমনকি মৎস্যজীবীদের জন্য বিশেষ কার্ডের বাস্তবায়নের কথা বলেন তিনি | এদিন ঘোষণা করলেন শিল্পীদের জন্য ‘আর্টিসন’ কার্ডের কথা| দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প থেকে এই কার্ড দেওয়া হবে | এতে সুবিধা পাবেন শিল্পীরা | এদিন তিনি দুয়ারে সরকারের ক্যাম্পের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী | প্রশাসনিক সভা থেকে তিনি বলেন, ‘নতুন বছরের প্রথম দিন থেকেই বসছে দুয়ারে সরকার ক্যাম্প | ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প | ক্যাম্পের দ্বিতীয় পর্যায় চলবে জানুয়ারির ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত| স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বড় মাঠে বসবে এই ক্যাম্প | জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করতে হবে | যাতে সাধারণ মানুষ কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন |’স্থানীয় বিধায়কদেরও আমজনতার পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী | তিনি বলেন, “জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করতে হবে | যাতে সাধারণ মানুষ কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন |” অন্যদিকে কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র শিল্পে জোর দেওয়ার নির্দেশও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | জানালেন কালিয়াগঞ্জে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক| আবার তাঁতীদের জন্য তিন বছরের সরকারি অর্ডার থাকবে, যা কর্মসংস্থানে নতুন দিশা দেখাবে | আত্রেয়ী নদীর জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করলেন তিনি | সেদিকে নজর রাখবে সেচ দফতর| পাশাপাশি তিনি তুলাইপঞ্জি চালের রপ্তানি বাড়ানো নিয়েও পরামর্শ দেন | তাঁর কথায়, সারা পৃথিবীতে নজির হয়ে থাকবে এটি| প্রসঙ্গত, আজ দক্ষিণ দিনাজপুরে ২৩টি প্রকল্পের শিলান্যাস এবং উত্তর দিনাজপুরে ১৫টি প্রকল্পের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়|