নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী | মঙ্গলবার শর্ত সাপেক্ষে তিনি জামিন পেলেন | প্রসঙ্গত, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি একটি গাড়ি থেকে ৭৬ গ্রাম কোকেন পায় পুলিশ | নাম জড়ায় বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামীর | এই ঘটনায় নাম জড়ায় আরেক বিজেপি নেতা রাকেশ সিং | তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ | কিন্তু তদন্তে সহযোগিতার নাম করে পালিয়ে যান রাকেশ | ২৩ ফেব্রুয়ারি রাকেশ সিংকে গলসি থেকে গ্রেফতার করে লালবাজার পুলিশ | তার পর থেকে জেলেই ছিলেন পামেলা ও রাকেশ | ইতিমধ্যে রাকেশ সিং কলকাতা হাইকোর্টে জামিন পান | এবার ২৯২ দিন জেল হেফাজতে থাকার পর জামিন পেলেন পামেলা | মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে | এদিন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, এখনও পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণে এ কথা স্পষ্ট নয় যে মাদক পাচার কিংবা ব্যবসার সঙ্গে এই দু’জন জড়িত ছিলেন | তারপরই অভিযুক্তদের জামিন মঞ্জুর করে হাইকোর্ট। প্রসঙ্গত, পুলিশ আদালতে যে চার্জশিট জমা দিয়েছে, তাতেও কোথাও পামেলার নাম নেই | তারপরই কলকাতা হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন পামেলা |