Breaking News

পুরভোটে ইভিএম ব্যবহারে আপত্তি রাজ্য বিজেপির! কলকাতা হাইকোর্টে সওয়াল বিজেপির

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই আদালতে জানিয়েছে, আগামী মে মাসের মধ্যে রাজ্যের সবকটি পুরসভায় ভোট করিয়ে নেওয়া যাবে | পাশাপাশি এও জানানো হয় ইভিএমের অভাবের কথা জানানো হয়েছিল আদালতকে | এ নিয়ে আপত্তি তুলল রাজ্য বিজেপি।বিজেপির তরফে আইনজীবী উদাহরণ দিয়ে বলেন, ইভিএম সংখ্যা কম থাকা সত্ত্বেও ২০১৫ সালে ৯১টি পুরসভার নির্বাচন করা সম্ভব হয়েছিল | সেবার রাজ্য নির্বাচম কমিশনের হাতে ইভিএম কম ছিল | কিন্তু রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের কাছে ইভিএম চেয়ে পাঠিয়েছিল | কেন্দ্র রাজ্যকে ৮ হাজার ইভিএম সরবারহ করে | তারপরে নির্বাচন হয় | তাই পরিকাঠামো নেই এমন কোনও যুক্তি মেনে নেওয়া যায় না | রাজ্য নির্বাচন কমিশন যদি ইভিএম চেয়ে নেয় তাহলে একসঙ্গে ভোট করানোর কোনও সমস্যা থাকবে না | রাজ্য নির্বাচন কমিশনের কাছে বর্তমানে যে ইভিএম মেশিনগুলি রয়েছে, তা এম-২টাইপ | আসন্ন পুরভোটে সেই মেশিনগুলিই ব্যবহার করা হবে | কিন্তু বিজেপির দাবি, লোকসভা ও বিধানসভা নির্বাচনে উন্নত মানের এম-৩ টাইপের ইভিএম মেশিনে ব্যবহৃত হয়েছিল | যার সঙ্গে অনায়াসেই ভিভিপ্যাট যুক্ত করা যায় | পুরভোটেও সেই মেশিনই ব্যবহার করা হোক, মঙ্গলবার হাইকোর্টে এই দাবি জানিয়েছে বিজেপি | ওই সওয়াল শুনে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, আর কোন কোন বিষয়ে বিজেপির সমস্যা রয়েছে তা আগামিকালের মধ্যে লিখিতভাবে জানাতে হবে | আর আগামী শুক্রবারের মধ্যে বিজেপির আবেদনের জবাব দিতে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে | মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *