Breaking News

‘কংগ্রেস রণক্লান্ত, উদাসীন!’দলীয় মুখপত্রের সম্পাদকীয়তে ফের কংগ্রেসকে তোপ তৃণমূলের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের কংগ্রেসকে তোপ শাসক দলের | দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’য় ফের কংগ্রেসকে আক্রমণ তৃণমূলের | শাসকদলের দলীয় মুখপত্র জাগো বাংলায় বুধবারের সংস্করণের সম্পাদকীয়তে কংগ্রেসকে নিশানা করে বলা হল ‘রণক্লান্ত, ভারাক্রান্ত, অন্তর্দ্বন্দ আর দলীয় জটিলতায় বিদীর্ণ| যেন ব্যাটন বাইতে অপারগ |’ পাশাপাশি বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস | এদিন দ্ব্যর্থহীন ভাষায় লেখা হয়েছে, ‘কংগ্রেস দেশের প্রধান বিরোধীদল হওয়ার পরেও তাঁরা তাঁদের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে রুখতে চূড়ান্ত ব্যর্থ | সর্বভারতীয় একটি রাজনৈতিকদল হওয়ার পরেও তাঁরা রণক্লান্ত, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ | কিন্তু সময় পড়ে থাকে না, কাউকে এগিয়ে আসতেই হয়| তৃণমূল কংগ্রেস সেই দায়িত্ব পালন করবে | তারাই আসল কংগ্রেস। দেশের প্রধান প্রধানবিরোধী দলের দায়িত্ব গ্রহণ করেছে তৃণমূল |’ তবে একই সঙ্গে শেষ লাইনে লেখা হয়েছে, ‘সকলকে সঙ্গে নিয়েই চলতে চান অভিষেকরা |’ প্রসঙ্গত, জাগো বাংলায় এর আগেও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল | বলা হয়েছিল ডিপফ্রিজে কংগ্রেস | তবে বিজেপি ও সিপিএমকেও ছেড়ে কথা বলেনি তৃণমূল | মঙ্গলবারই দিল্লিতে সংসদ ভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | যেখানে দলীয় অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়ে দেন, তৃণমূল নিজেদের শক্তি বাড়াবে | ২০২৪ সালে বিজেপিকে দিল্লির মসনদ থেকে উৎখাত করতে ঘরে-বাইরে লড়াই করবে তৃণমূল | আর তারপরের দিনই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *