Breaking News

‘এত বড় দুঃসংবাদ’,চপার দুর্ঘটনায় বিপিন রাওয়াত-এর ‘দুঃসংবাদ’পেয়ে মাঝপথে প্রশাসনিক বৈঠক থামালেন মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা :- তামিলনাড়ুতে সেনা চপার ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত | এদিন দুপুর সাড়ে ১২টার সময় তামিলনাড়ুতে যখন সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ে তখন মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক চলছিল | সেইসময় সেনা কপ্টারের দুর্ঘটনার খবরটা পেয়ে যে কিছুটা খেই হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এরপরই মাঝপথে প্রশাসনিক বৈঠক বন্ধ করে দেন মুখ্যমন্ত্রী | এই খবর পেয়েই বৈঠকে উপস্থিত আমলাদের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতের বিমান দুর্ঘটনা হয়েছে তামিলনাড়ুতে… খুব দুঃখজনক খবর | মনটা খারাপ হয়ে গেল|’ এরপরই মমতা বলেন, ‘আমি হতবাক | আরও কিছু হয়ত আলোচনার ছিল | কিন্তু যেহেতু এমন একটা দুঃসংবাদ এসে পৌঁছেছে তাই একটু আগেই বৈঠক শেষ করলাম |’

পরে মমতা টুইট করে লেখেন, ‘কুন্নুর থেকে খুবই দুঃখজনক খবর আসছে | ভেঙে পড়া চপারে সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর পরিবার-সহ যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছে গোটা দেশ | যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি |’ এদিকে এই দুর্ঘটনার পর গুরুতর জখম বিপিন রাওয়াতের আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও লেখেন,“চপারে থাকা সকলের দ্রুত আরোগ্য কামনা করছি b আশা করি, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং চপারে থাকা অন্যান্য সেনাকর্তারা সুস্থ আছেন|” জানা গিয়েছে সুলুর থেকে উড়ে ওয়েলিংটনে উদ্দেশে যাচ্ছিল সেনার হেলিকপ্টার | সেই হেলিকপ্টারে সস্ত্রীক ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত | মোট ১৪ জন ছিলেন সেই হেলিকপ্টারে | দুর্ঘটনার খবর পেয়ে ক্যাবিনেট বৈঠকের মাঝপথে বেরিয়ে যান রাজনাথ সিং | এরপরই মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং | এরপরই দুপুর সাড়ে তিনটে নাগাদ দিল্লিতে সিডিএস বিপিন রাওয়াতের বাসভবনে যান রাজনাথ সিং |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *