Breaking News

নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে,এসএসসি-র আইনজীবীকে এজলাস ছাড়ার নির্দেশ বিচারপতির,ডাকা হল শেরিফকে!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলায় নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে | বুধবার শুনানি চলাকালীন এসএসসি-র আইনজীবীকে এজলাস ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | বিচারপতির সঙ্গে এসএসসি-র আইনজীবীর বাকবিতণ্ডা এতটাই চরমে ওঠে যে পরিস্থিতি সামাল দিতে শেরিফকে ডাকা হয় | তারপরই তড়িঘড়ি এজলাস ত্যাগ করলেন ওই আইনজীবী | জানা গিয়েছে, এদিন এজলাসে শৃঙ্খলা ভাঙার অভিযোগ ওঠে এসএসসি-র আইনজীবী চপলেশ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে | এরপরই আইনজীবীকে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বলেন বিচারপতি | বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে, আদালতের কাজকর্ম সুস্থভাবে চালাতে বাধা দিচ্ছেন ওই আইনজীবী | এরপরই বাকবিতণ্ডা শুরু হয় দুজনের মধ্যে | আইনজীবী বেরতে না চাইলে শেরিফকে ডেকে পাঠান বিচারপতি | সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা চলাকালীন এই নজিরবিহীন ঘটনা ঘটে | প্রসঙ্গত, মাধ্যমিক স্তরে স্কুলে অলচিকি ভাষায় বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে | চলতি বছরে প্রায় সাড়ে ৪০০ জন নিয়োগ হয়| কিন্তু অভিযোগ, নিয়োগ পদ্ধতিতেই অনিয়ম রয়েছে | মঙ্গলবার শুনানির সময় এসএসসি-এর আইনজীবী নিয়োগের অনিয়মের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন আদালতে | এরপরই আজ এসএসসি চেয়ারম্যান ও সচিবকে তলব করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি | তবে আজ এসএসসি-এর সেক্রেটারির বিশ্লেষণে সন্তুষ্ট হয়ে অলচিকি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *