Breaking News

‘‌একসঙ্গে কাজ করতে হবে এটা আমি বলে গেলাম’‌,কৃষ্ণনগরে প্রশাসনিক সভা থেকে মহুয়া মৈত্রকে কড়া বার্তা মমতার!

দেবরীনা মণ্ডল সাহা :- বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে গিয়ে একেবারে নাম করে সতর্ক করলেন সাংসদ মহুয়া মৈত্রকে| মমতার বার্তা, সকলকে নিয়ে চলতে হবে | দল কাকে প্রার্থী করবে, তা দলের ভাবনা | কাজ করে যেতে হবে সকলকেই| বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় মহুয়া মৈত্রকে বলেন, ‘‌মহুয়া আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই | কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই | আমি সাজিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটাল মাধ্যমে অথবা পেপারে দিয়ে দিলাম, এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয় | একই লোক চিরদিন এক জায়গায় থাকবে, এটাও মেনে নেওয়া ঠিক নয় | যখন ভোট হবে পার্টি ঠিক করবে কে লড়বে, কে না | এখানে মতপার্থক্যের কোনও জায়গা নেই। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে এটা আমি বলে গেলাম |’ সম্প্রতি সরকারের প্রকল্পের ঘর দেওয়াকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে | পরবর্তীতে পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখানো হয় | সেখানে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহাকে কটুক্তি করা হয় | সেই ঘটনা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় | তার পরিপ্রেক্ষিতেই মহুয়া মৈত্রকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী| একই সঙ্গে বিডিও, জেলাশাসক, জেলার ওসি এবং আইসিদেরও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী| সকলে একসঙ্গে, যোগাযোগ রেখে যাতে কাজ করেন সে বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *