Breaking News

কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই!আপাতত হাসপাতাল থেকে না ছাড়া পর্যন্ত সেখানেই থাকবেন বিকাশ

নিজস্ব সংবাদদাতা :- কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই | গত বুধবার বিকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে | আর সেই পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে বিকাশ মিশ্রমকে | কয়লা পাচার কাণ্ডের কিংপিন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র | চলতি বছরেই দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে|আপাতত হাসপাতাল থেকে না ছাড়া পর্যন্ত সেখানেই থাকবেন বিকাশ| সেখান থেকে ছাড়ার পর আদালতে তোলা হবে বিনয় মিশ্রের ভাইকে | আসানসোলের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দেয় বিকাশ মিশ্রকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা| সেই নির্দেশের কপি হাতে পেতেই বিকাশকে গ্রেফতারির সমস্তরকম তোড়জোর শুরু করে সিবিআই | সেদিনই হাসপাতালের কাছে আদালতের নির্দেশের কপিও পাঠিয়ে দেওয়া হয় | স্পষ্ট তদন্তকারীরা জানিয়ে দেন, সিবিআইকে না জানিয়ে বিকাশকে ছুটি দিতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষ | এরপরই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই গ্রেফতার করা হয় বিকাশকে | কয়লাকাণ্ডে নিঃসন্দেহে বড় গ্রেফতারি এটি | কারণ, কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজির টাকা যিনি প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন বলে অভিযোগ সেই বিনয় মিশ্রের ভাই বিকাশ | কার কাছে কোথায় কত টাকা পৌঁছেছে তার একটা স্পষ্ট তথ্য সিবিআই এবার পেতে পারে বলেই মনে করছে | সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিকাশ মিশ্রকে গ্রেফতার কয়লা-মামলায় অন্যতম তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ গ্রেফতারি | কারণ, বিকাশের বিরুদ্ধে অভিযোগ, কয়লার দু’নম্বরি টাকা লেনদেনের সিংহভাগটাই বিকাশ দেখতেন | ভাইকে সবরকম সহযোগিতা করতেন দাদা বিনয় |সিবিআইয়ের কৌঁসুলি বুধবারই আদালতকে জানিয়েছিলেন, বিকাশ মিশ্রকে গ্রেফতার করা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত জরুরি | বিকাশ জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে, এই আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা | এরপরই গ্রেফতারের নির্দেশ দেয় আদালত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *