Breaking News

মালদহের হরিশ্চন্দ্রপুরে প্রতারণার ফাঁদে প্রভাবশালী তৃণমূল নেতা,চাঞ্চল্য এলাকায়!তদন্তে পুলিশ

দেবাশীষ পাল, মালদহ :- প্রতারণা চক্রের শিকার হলেন স্বয়ং এক তৃণমূল নেতা | এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী | তিনিই কি কিনা শেষে প্রতারিত হলেন| শুনতে একটু অবাক লাগলেও ঘটনাটা সত্যি | মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত হরিশচন্দ্রপুর গ্রাম-পঞ্চায়েতের তৃণমূল প্রধান রিষবা খাতুনের স্বামী তথা তৃণমূল নেতা আফজাল হোসেন | ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় | জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে তার কাছে একটি ফোন আসে | ফোনের ওপারের প্রান্তের মানুষ নিজেকে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের জয়েন্ট বিডিও বলে জানান | প্রথমে প্রশাসনিক ব্যাপার-স্যাপার নিয়ে বিভিন্ন কথা-বার্তা বলেন | তারপরই ফোন রেখে দেন এবং কিছুক্ষণ পর আবার ফোন করে জয়েন্ট বিডিওর পরিচয় দিয়ে পারিবারিক অসুস্থতার কথা বলে অর্থ সাহায্য চান | এরপর ওই ব্যক্তির কথা বিশ্বাস করে তৃণমূল নেতা আফজাল হোসেন সাহায্য স্বরূপ কুড়ি হাজার টাকা অনলাইন মাধ্যমে পাঠিয়ে দেন | জয়েন্ট বিডিওর পরিচয় দেওয়া প্রতারক জানান বেতন হলে টাকা ফেরত দিয়ে দেবেন | কিন্তু টাকা পাঠানোর পর থেকেই আর তৃণমূল নেতার ফোন করলে আর ওই নাম্বার থেকে কোনও উত্তর আসে না | তারপরেই সন্দেহ হয় আফজাল হোসেনের | খবর নিয়ে জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন | তিনি দলীয় নেতৃত্বকে ঘটনাটি জানান এবং হরিশ্চন্দ্রপুর থানাতেও লিখিত অভিযোগ করেন |

এই ঘটনা সামনে আসতেই আরেকটি চাঞ্চল্যকর খবর সামনে আসে | শুধু আফজাল হোসেন নয়, এরকম ফোন এসেছিল এলাকার আরও পাঁচজন প্রধানের কাছে,কিন্তু তারা কেউ টাকা দেননি | এমনকি প্রতারিত হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার | এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে শাসক দলের নেতা বা জন-প্রতিনিধিরা প্রতারিত হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?তৃণমূল অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, জয়েন্ট বিডিওর নাম করে প্রতারণা করেছে |প্রতারকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলব প্রশাসনকে | সঙ্গে আমরা সচেতনতামূলক প্রচার চালাবো| সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *