Breaking News

ওমিক্রন আতঙ্ক কলকাতায়!ব্রিটেন থেকে শহরে ফেরা তরুণী আক্রান্ত করোনায়,ব্রিটেন ফেরত যাত্রীকে পাঠানো হল বেলেঘাটা আইডি-তে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-এবার কলকাতায় ওমিক্রন আতঙ্ক| কোভিড পজিটিভ অবস্থায় কলকাতা বিমানবন্দরে এলেন ব্রিটেন ফেরত এক তরুণী | বিমানবন্দরে করোনার পরীক্ষা করাতেই পজিটিভ রিপোর্ট এল | মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল বিমানবন্দরে | তৎক্ষণাৎ তরুণীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হল | এই ঘটনার পরই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে কলকাতায় | স্বাস্থ্যভবন সূত্রে জানা যাচ্ছে, বেলেঘাটা আইডি হাসপাতালের করোনা ওয়ার্ডে আলাদা করে ৫০টি বেড রাখা হয়েছে| ওমিক্রন আতঙ্কের পরই এই ব্যবস্থা রাখা হয় | আপাতত ব্রিটেন ফেরত ওই মহিলা যাত্রীর লালারসের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য ল্যাবে পাঠানো হয়েছে | ৪৮ ঘণ্টার আগে সেই রিপোর্ট পাওয়া যাবে না | ততক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে| জানা গিয়েছে, ওই তরুণী কলকাতার আলিপুরের বাসিন্দা, তিনি ব্রিটেন থেকে দোহা হয়ে কাতার এয়ারওয়েজের বিমানে ফিরেছেন | ওই বিমানের সমস্ত যাত্রীদের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছে স্বাস্থ্যভবন | ওই তরুণীর চিকিৎসায় আইডি’‌র বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কৌশিক চৌধুরীর নেতৃত্বে একটি টিমও গঠন করা হয়েছে | আগামী ৭ দিন তরুণীকে পর্যবেক্ষণে রাখবেন তাঁরা | আবার যদি জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফলে ওমিক্রন ধরা পড়ে তাহলে চাপে পড়বেন তাঁর সঙ্গে সফররত যাত্রীরাও | আর ব্রিটেন থেকে আসা আলিপুরের বাসিন্দা এই তরুণীই হবেন রাজ্যের প্রথম ওমিক্রন আক্রান্ত | এই নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *