নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে টিটাগড়ে ধুন্ধুমার | বিটি রোড অবরোধ করে বিক্ষোভ মৃতের পরিবারের | তার ফলে তীব্র যানজট তৈরি হয় | বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ |অবশেষে তাদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ | স্থানীয়দের অভিযোগ, গত ৭ ডিসেম্বর মইনুদ্দিন খান নামে এক যুবককে গ্রেফতার করে টিটাগর থানার পুলিশ | তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে গ্রেফতার করে পুলিশ | স্থানীয়দের দাবি, মইনুদ্দিনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে| গ্রেফতারের পর ব্যারাকপুর আদালতে তোলা হয় মইনুদ্দিনকে | টিটাগর থানার পুলিশ আদালতে কাছে মইনুদ্দিনের পুলিশ হেফাজতের আবেদন জানালেও সমস্ত কিছু খতিয়ে দেখে তার জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত | তার বিরুদ্ধে ডাকাতি চেষ্টার অভিযোগ ছিল| আদালতের এই নির্দেশের পরে তাকে রাখা হয়েছিল ব্যারাকপুর উপ সংশোধনাগারে | অভিযোগ, এরপরেই সেখানে অসুস্থ হয়ে পড়েন মইনুদ্দিন | ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় দমদম কেন্দ্রীয় সংশোধনাগার | সেখানে চিকিৎসা শুরু হয় মইনুদ্দিনের | তারপরেও তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে | শনিবার রাতে মৃত্যু হয় মইনুদ্দিনের | চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন | এই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন | তাদের অভিযোগ, জেলে থাকার সময় পুলিশি অত্যাচারের কারণেই মইনুদ্দিনের মৃত্যু হয়েছে | জেলের মধ্যে তাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ | টিটাগড় থানার সামনে বিটি রোড অবরোধ করেন তাঁরা | বেশ কিছুক্ষণ ধরে চলা অবরোধের জেরে বিটি রোডে তীব্র যানজট তৈরি হয় | বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে অবরোধকারীদের লাঠিচার্জ করে বলে অভিযোগ | এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁদের পরিবারের লোকেরা |