Breaking News

পুরভোটের আগে কলকাতা থেকে আটক ২০ বাংলাদেশি!মিলল না বৈধ নথি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুরভোটের আগে খাস কলকাতায় পুলিশের হাতে আটক হল ২০ জন বাংলাদেশি | বিনা নথিতেই কলকাতার আনন্দনগর এলাকায় গা ঢাকা দিয়েছিলেন ওই বাংলাদেশিরা | গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ | কারোর কাছেই বৈধ কাগজ নেই | পুলিশ সূত্রে খবর, মোবাইস ট্র্যাক করে এক আসামীকে গ্রেফতা করতে কলকাতায় আসে লখনউ এটিএসের একটি দল | অভিযানে চালাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাহায্য চায় তারা | সেইমতো এদিন সকালে আনন্দপুর এলাকার গুলশন কলোনিতে হানা দেয় যৌথ বাহিনী | সেই সময় জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের হদিশ পায় পুলিশ | দেখা যায়, কলোনির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অবৈধ বাংলাদেশিরা | কারোর কাছেই বৈধ কাগজ নেই | ২০ জনকে আটক করে তারা | আনন্দপুর থানায় বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় | শেষ পাওয়া খবর অনুযায়ী, ২০ জনের কাছে কোনও বৈধ নথি মেলেনি | যে নথি মিলেছে তাও ভুয়ো বলে দাবি করেছে পুলিশ | আর এই তথ্যই চিন্তা বাড়িয়েছে কলকাতা পুলিশের | পুরভোটের আগে এতজন বাংলাদেশি কীভাবে কলকাতা এল, কাদের সাহায্যে তারা কলকাতায় ঘাঁটি গাড়ল তা জানার চেষ্টা চলছে | কোন উদ্দেশে তারা কলকাতায় এসেছিল, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *