প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়,আগামী ১৯ ডিসেম্বরই হবে নির্বাচন | বাকি থাকা পুরসভাগুলিতে দ্রুত এবং কম দফায় সম্ভব ভোট করানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের | আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট | কিন্তু রাজ্যের আরও ৬ পুরনিগম-সহ ১১৩টি পুরসভার ভোট এখনও বাকি| তবে সেসব পুরসভায় ভোট করানো নিয়ে রাজ্যের কী ভাবনা, তা জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি| বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরভোটে কোনও স্থগিতাদেশ দেয়নি | তাই আগামী ১৯ ডিসেম্বরই হবে ভোটাভুটি | রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে বাকি পুরভোটও যত তাড়াতাড়ি সম্ভব করানোর নির্দেশ দেওয়া হয়েছে | বাকি পুরসভার ভোটও যাতে খুবই কম দফায় করানো যায়, সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে | আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি|তবে এদিন পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলার শুনানি পিছিয়ে যায় | বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে ওই মামলার শুনানি হবে |