Breaking News

অশান্তির অভিযোগ,১৪৪ টি ওয়ার্ডেই পুনর্নির্বাচন চায় বিজেপি,কমিশনের কাছে সরব বিজেপি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি, এই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির | রবিবার ভোট পর্ব শেষ হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা | খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী | পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে তাঁদের তুলে নিয়ে যায় | এদিন বিজেপির তরফে কমিশনের কাছে কোন ওয়ার্ডে কীভাবে ভোট হয়েছে, তার ছবি সহ ভিডিয়ের কাছে পাঠানো হয়েছে | পুরভোটে রক্ত ঝরেছে কলকাতায়,শিয়ালদহে বোমার আঘাতে জখম ভোটার | পোশাক ছিঁড়ে দেওয়া’ হয় খোদ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের বলে অভিযোগ |বিকেলে সল্টেলেকের বাড়িতে বিজেপির ২০ বিধায়ককে নিয়ে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী | তখন বাড়ি বাইরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন বিধাননগর কমিশনারেটের ডিসি (হেড কোয়ার্টার্স) | বিরোধী দলনেতা বাড়ি ঘিরে ফেলেন পুলিসকর্মীরা | এমনকী, বিধায়কদের বাড়ি থেকে বেরোতেও দেওয়া হয়নি বলে অভিযোগ | পুলিশকর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতাদের, শেষপর্যন্ত প্রায় ঘণ্টা তিনেক পর ওঠে পুলিশি ঘেরাটোপে | সন্ধ্যায় পুরভোট নিয়ে নালিশ জানাতে রাজভবনে পৌঁছন শুভেন্দু, সঙ্গে যায় বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা | রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর বিরোধী দলনেতা বলেন, ‘কলকাতা ভোটের নামে প্রহসন হয়েছে | ৩০০ জন পুলিসকর্মী আমাদের আটকে রাখে | একই এমএলএ হস্টেল, তোলামূল পার্টির মন্ত্রী মানস ভুইঁয়াকে ছেড়ে দেওয়া হয় | শুধুমাত্র বিজেপি বিধায়কদের আটকে রাখা হয়েছে | গোটা রাজ্যে অন্তত ২৫০ জায়গায় বিজেপি প্রতিবাদ করেছে |’ পুরভোটে নিয়ে যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী | এদিন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে তিনি বলেন, ‘মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন | বিরোধীরা যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন | তাই এই সব কথাকে উপেক্ষা করুন|’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *