প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহেশতলায় সম্প্রীতি উড়ালপুরে মর্মান্তির পথ দুর্ঘটনা | বাসের ধাক্কায় এক শিশুসহ তিনজনের মৃত্যু| উড়ালপুলে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে দুটি বাইকের বলে জানা গেছে |ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের| পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মহম্মদ ফিরোজ (৩৫) তার স্ত্রী নাগমা খাতুন(২৮) ও তাঁদের নাবালক পুত্র ফারদিন খান(১০)| তাঁরা প্রত্যেকে একবালপুরের বাসিন্দা| জানা গিয়েছে বজবজের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন | পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, রামপুরের কাছে একটি বাইকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে হঠাৎ চলে আসা একটি ট্যুরিস্ট বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় | ঘটনাস্থানেই তিনজনের মৃত্যু হয় | পুলিশ দেহগুলি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন | পাশাপাশি ওই বাইকের পিছনে থাকা পঙ্কজ কুমার মণ্ডল নামে আরও এক বাইক আরোহী গুরুতর আহত হন| পঙ্কজবাবু বাটানগর পোস্ট অফিসে কর্মরত | তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় | পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় | কীভাবে পুলিশের নজর এড়িয়ে বাস ও বাইকগুলি সম্প্রীতি উড়ালপুলে চলে আসে আসে তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী | পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে |