Breaking News

চরমে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব! মুখ্যমন্ত্রীকে আচার্য করার ‘ভাবনা’ রাজ্যের, ধনখড়ের উদ্দেশ্যে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উপাচার্য নিয়োগে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়| এবার তাঁর পাল্টা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু | শুক্রবার সকালে বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্যপাল |সেখানেই এই অভিযোগ করেছেন | রাজ্যপাল লিখেছেন,’মমতা সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় চিত্রটা ভয়াবহ | রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও আচার্য এবং উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠকে এলেন না | রাজ্যে শিক্ষাব্যবস্থায় সংগঠন বিস্তারের চেষ্টা চলছে |’সেই প্রসঙ্গে পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগেছেন শিক্ষামন্ত্রী | তিনি বলেন, “চ্যান্সেলর পদে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা যায় কিনা, সেটা দেখা হবে| এরকম করলে আমরা ভাববো, কিছু দিনের জন্য ওঁর বদলে মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলর করা যায় কি না!”সমস্যার সূত্রপাত একটি বৈঠক নিয়ে | চলতি মাসের ২০ তারিখ রাজ্যপাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্য ও আচার্যকে ডাকেন একটি বৈঠকে যোগদানের জন্য | শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনার জন্য ডেকেছিলেন তিনি | উপাচার্য ও আচার্যরা সম্মিলিতভাবে একটি চিঠি করেন রাজ্যপালকে | তাঁরা জানিয়েছিলেন, ওমিক্রনের কারণে তাঁরা এই মুহূর্তে রাজভবনে যেতে পারছেন না | রাজ্যপাল তাঁর প্রত্যুত্তরে বলেন কোভিডের কথা মাথায় রেখে রাজভবনে যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে | তাতে বৈঠকে যোগদানের বিষয়ে কোনও অসুবিধা হওয়ার কথা নয় | ২৩ তারিখ আসার কথা বলেন | কেন আচার্য ও উপাচার্যরা আসছেন না, তা ক্ষোভ উগরে একটি চিঠি লেখেন রাজ্যপাল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *