নিজস্ব সংবাদদাতা :- রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বিতর্ক নতুন না, এর আগে বহুবার দুই প্রশাসকের টুইট যুদ্ধ দেখেছে বাংলার মানুষ।ভোট যত এগিয়ে আসছে টুইটকে কেন্দ্র করে বিতর্ক বাড়ছে।একুশের নির্বাচনে নিজের এলাকা বা কর্মরত থানা এলাকায় পুলিশকর্মীরা পোস্টিং পাবেন না বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে ঠিক কতখানি পুলিশি নিরপেক্ষতা থাকবে সেই নিয়ে এদিন টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এর আগেও নির্বাচনে পুলিশি ব্যবস্থা নিয়ে মুখ খুলেছিল একাধিক বিরোধী দল। আর ভোটের আগেই এদিন ‘বিপজ্জনক পরিস্থিতি’ লিখে টুইটে ফের মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের। গতকাল হিন্দিভাষীদের নিয়ে বৈঠকে একাধিক প্রশাসনিক পদাধিকারীর নাম উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পুলিশের উচ্চ পদে থাকা হিন্দিভাষী অফিসারদের নাম উল্লেখ করায় এদিন টুইটে জননেত্রীকে প্রশ্ন রাজ্যপালের।
Hindustan TV Bangla Bengali News Portal