দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য কমিটির পর এবার জেলা কমিটিতেও রদবদল বিজেপির | এবার জেলা সভাপতি, ইনচার্জ-সহ একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করল বিজেপি | এছাড়া একাধিক নতুন সাংগঠনিক জেলা ঘোষণা করা হয়েছে | আগে ছিল ৩৯ টি সাংগঠনিক জেলা, এখন নতুন আরও তিনটি জেলা যোগ হওয়ায় তা বেড়ে দাঁড়াল ৪২টিতে | নতুন তিন সাংগঠনিক জেলা- বোলপুর মালদহ দক্ষিণ এবং জয়নগর | এছাড়া পুরোনো সাংগঠনিক জেলার বিন্যাসেও বদল আনা হয়েছে |
বীরভূমের বোলপুর সাংগঠনিক জেলার অন্তর্ভূক্ত হল বর্ধমানের আউসগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রাম | বিজেপির কনভেনার পদ থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু| বিজেপি জেলা বিভাগের দায়িত্বে সঞ্জয় সিং, অর্জুন সিং | এছাড়াও লকেট চট্টোপাধ্যায়-সহ একঝাঁক নেতা | মালদহ ও শিলিগুড়ি বিভাগের দায়িত্বে সঞ্জয় সিং ও শ্যামচাঁদ ঘোষ|.নবদ্বীপ ও উত্তর ২৪ পরগণা বিভাগের দায়িত্বে অর্জুন সিং ও জ্যোতির্ময় সিং মাহাতো| কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণা বিভাগের দায়িত্বে অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধধ্যায় | হুগলি ও মেদিনীপুরের দায়িত্বে দীপক বর্ম ও মনোজ পান্ডে | বর্ধমান ও পুরুলিয়ার দায়িত্বে লকেট চট্টোপাধ্যায় ও নির্মল কর্মকার | নজর ২০২৪-এর লোকসভা নির্বাচন| উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ফলাফল বিজেপির কাছে মোটের উপর সন্তোষজনক ছিল| ৪২ আসনের মধ্যে ১৮ টি আসন দখল করেছিল বিজেপি | পরে সাংসদরা দলবদল করায় সেই সংখ্যা আরেকটু বেড়ে যায় | ২০২৪ সালের ভোটে এই সংখ্যা আরও বাড়ানোই লক্ষ্য গেরুয়া শিবিরের | সেই লক্ষ্যেই সংগঠনে ফের আগাগোড়া রদবদল করল শীর্ষ নেতৃত্ব |