প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী বছর ১২৫ বছর পূর্ণ করবে রামকৃষ্ণ মিশন | সেই উপলক্ষে ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | বেলুড় মঠ সূত্রে খবর, এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে | সেই আমন্ত্রণে তিনি সাড়া দেবেন বলে জানিয়েছেন | এমনকী রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথভাবে দেশজুড়ে নানা অনুষ্ঠান করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন| আর তাতে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও সম্মতি দিয়েছেন | উদ্বোধনী অনুষ্ঠানটি বেলুড় মঠে হবে | তাতে আমন্ত্রণ জানানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে | সেখানে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল | তবে রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষ উদযাপনের জন্য শুধুই ভারত সরকার নয় | দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্তরা পাশে থাকবেন বলেও জানিয়েছে মিশন | মূলত বিদেশের ভক্তদের জন্য অনলাইনে সমস্ত অনুষ্ঠান দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে | এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারি ‘যুব দিবস’ উপলক্ষে বেলুড় মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী | এমনকি মঠের অতিথি নিবাসেও রাত কাটান প্রধানমন্ত্রী