নিজস্ব সংবাদদাতা :- এবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ ২১ জানুয়ারি বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপরেই বাংলার রাজনীতি নিয়ে শুরু হয় তুমুল জল্পনা। প্রসঙ্গত, আজ শুক্রবার বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এরপর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাতে পদত্যাগ পত্র তুলে দেন রাজীব।
বেশ কিছুদিন ধরেই দলের সাথে ক্ষোভ বাড়ছিল রাজীবের। একাধিক বৈঠকেও তিনি অনুপস্থিত থাকতেন, কিন্তু তারমাঝেই একবার ফেসবুক লাইভে এসে নিজেই জানান তিনি দলে থাকছেন, আপাতত দলের সাথে তাঁর বাগবিতন্ডা মিটেছে। সবাই যেন আস্থা রাখেন এবং বিশ্বাস রাখেন, এমনটাই জানান রাজীব। কিন্তু শেষপর্যন্ত নিজেই কথার খেলাপ করে দল থেকে সরে যান। অবশেষে আজ শেষ টানটুকুও ছিন্ন করলেন রাজীব। অন্যদিকে আজই কলকাতায় আসছেন অমিত শাহ, তবে কী এবার বিজেপিতেই যগ দেবেন রাজীব? সেই নিয়ে জল্পনা তুঙ্গে।