দেবরীনা মণ্ডল সাহা :- শিল্প সম্মেলনে এসে কচুরিপানার সামগ্রী তৈরি এবং তা বিক্রি করে লাভবান হওয়ার পথ বাতলালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ | মঙ্গলবার কর্মসংস্থানের এমনই দিশা দেখালেন মন্ত্রী স্বপন দেবনাথ | মঙ্গলবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি দফতরের পক্ষ থেকে শিল্প সমন্বয় সম্মেলনের (সিনার্জি) আয়োজন করা হয়েছিল | নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার প্রশাসন ও শিল্পের সঙ্গে যুক্ত সংস্থা এবং ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট দফতরের কর্তারা| ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী | সেখানেই এই অভিনব শিল্পের কথা জানিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ | এদিন সাংবাদিকদের স্বপনবাবু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে খাল-বিল উৎসব পালন করি | রাজ্যের যে একাধিক জলাশয় আছে সেখানে প্রচুর কচুরিপানা জন্মায় | মাছ বড় করতে গেলে জলাশয় থেকে কচুরিপানা তুলতে হবে | আমাদেরই ওখানকার একটা ছেলে কচুরিপানা দিয়ে নানা সামগ্রী তৈরি করতে শুরু করেছে| তা দিয়ে গয়নার বাক্স, ফল রাখার পাত্র, টেবিলের উপরে গরম জিনিস রাখার ম্যাট তৈরি করা যায় | একশো দিনের কাজের প্রকল্পে কচুরিপানা তুলে শুকিয়ে ২৫ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব। আর বাজারে বিক্রি করে স্বনির্ভর হওয়ার সুযোগ থাকছে |’ যদিও স্বপনবাবুর সওয়াল, ‘সরকারকে বলব, এদের জন্য যদি কিছু করার কথা |’