Breaking News

৩ জানুয়ারি থেকে ১৬টি বরোর ১৬টি স্কুলে ১৫-১৮ বছর বয়সিদের দেওয়া হবে করোনা টিকা, ঘোষণা মেয়রের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের দৈনিক করোনা বুলেটিনে দেখা গিয়েছে করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতাই | তাই এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা | ১৫-১৮ বছর বয়সীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা | ১৬ টি বরোর মোট ১৬ টি স্কুলে ১৫-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিনের ডোজ দেওয়া হবে ৩ জানুয়ারি | তারপরের দিন অর্থাৎ ৪ জানুয়ারি ১৬ টি বরোর ৫০ টি স্কুলে দেওয়া হবে ১৫ ঊর্ধ্বদের ডোজ | প্রত্যেক ক্ষেত্রে স্কুলে ক্যাম্প করেই দেওয়া হবে ভ্যাকসিন | বুধবার স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে এই টিকাকরণ কর্মসূচি নিয়ে দীর্ঘ বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম,ডেপুটি মেয়র অতীন ঘোষ, ও পুরসভার স্বাস্থ্য কর্তারা | সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩ জানুয়ারি থেকেই বরো ধরে ধরে স্কুলেই দেওয়া হবে করোনার টিকা| যেহেতু ১৫ ঊর্ধ্বদের ক্ষেত্রে কোভ্যাক্সিনকেই মান্যতা দিয়েছে কেন্দ্র| তাই সেই ভ্যাকসিনই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা বুধবার সাংবাদিক বৈঠকে মেয়র জানান স্কুলে স্কুলে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তাঁরা | কলকাতা পুরসভার বিভিন্ন বরোর নানা স্কুলে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে | স্কুলকেও সে জন্য পরিকাঠামো তৈরি করে রাখার কথা বলেছেন তিনি | এছাড়া চিকিৎসক রাখার কথাও বলেছেন তিনি | মেয়রের কথায়, “প্রাইভেট স্কুলে চিকিৎসকের ব্যবস্থা থাকে | সরকারি স্কুলে আমরাই চিকিৎসকের ব্যবস্থা করব |” গত মঙ্গলবার স্বাস্থ্য দফতরের তরফে নবান্নে সুপারিশ করা হয়, ১৫ উর্ধ্বদের টিকাকরণের কাজ যাতে নির্দিষ্ট বিদ্যালয়ে দেওয়া হয় | আর তাতেই মান্যতা দিল কলকাতা পুরসভা | ১৫ থেকে ১৮ বছরের মোট ২.৫ লক্ষ ভ্যাকসিন প্রাপক রয়েছে কলকাতায় | বিশৃঙ্খলা এড়াতেই স্কুলেই টিকা দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পুরসভার | এরই সঙ্গে কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে আগামী ১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে | এক্ষেত্রে যারা দুটি টিকার ডোজ নিয়েছেন তারাই একমাত্র বুস্টার ডোজ পাবেন| কোভ্যাক্সিন টিকা নেওয়া ব্যক্তিরা সংশ্লিষ্ট ভ্যাকসিনের বুস্টার পাবেন| কোভিশিল্ড প্রাপকরা পাবেন সংশ্লিষ্ট ভ্যাকসিনের বুস্টার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *