নিজস্ব সংবাদদাতা :- রাত পোহালেই নদিয়ার মায়াপুরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই আন্তর্জাতিক মায়াপুরে সেজে উঠেছে কঠোর নিরাপত্তায়। ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল ১০.৪৫ নাগাদ অমিত শাহ এসে পৌঁছাবেন ইসকনের হেলিপ্যাড গ্রাউন্ডে।
এরপর তিনি সরাসরি চলে যাবেন চন্দ্রোদয় মন্দির, সেখানে প্রভুপাদের মুক্তি ও ভগবানের মূর্তি দর্শন করবেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলে এরপর তিনি ইসকন পুষ্প সমাধি মন্দির দর্শন করবেন। এমনকি ইসকনের পুষ্পসমাধি মন্দির এ সন্ন্যাসীদের সঙ্গেই সভায় মিলিত হবেন। নবদ্বীপের বিভিন্ন মন্দির থেকে আগত ১৬ জন সন্ন্যাসী দের সঙ্গে মধ্যাহ্নভোজন সারবেন। এরপর ফের মায়াপুর হেলিপ্যাড থেকে ঠাকুরনগর এর উদ্দেশ্যে রওনা হবেন।
Hindustan TV Bangla Bengali News Portal