Breaking News

‘সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব’‌,তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের বার্তা তৃণমূল সুপ্রিমোর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের লড়াই করার বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় | এমনকি অন্যায়ের বিরুদ্ধে একজোট হওয়ারও বার্তা দিলেন তিনি | এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, ‘‌তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা | আমরা জারি রাখব বিচার, সাম্য এবং ভ্রাতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে | আসুন সবাই আমরা তাঁর হাত শক্ত করি অশুভ শক্তির বিরুদ্ধে | আর তাতেই আমাদের পতাকা সবসময় উপরে উড়তে থাকবে|’
এই অশুভ শক্তি বিজেপি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, যদিও এখানে কারও নাম উল্লেখ করা হয়নি | এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন?‌ শনিবার সকালে তিনি টুইটে লেখেন, ‘‌এই দলের সব নেতা–কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি | আমরা মা–মাটি–মানুষের পরিবার | আমাদের যাত্রা শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৮ সালে| সেই থেকে মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত রেখেছি |’‌তবে এদিন তিনি নতুন বছরের শুভেচ্ছা জানাতেও ভোলেননি |তিনি আর একটি টুইটে লেখেন, ‘‌নতুন বছর অঙ্গীকার করছি, সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব | প্রত্যেককে সম্মান করুন |

আমাদের দেশে গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাতে অক্ষুণ্ণ থাকে তার চেষ্টা করুন | এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ |’‌ এমনকী কোভিডবিধি মেনে উৎসবে সামিল হতেও অনুরোধ করেছেন |তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের প্রতিষ্ঠা দিবসে টুইট করে কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন | অভিষেক বলছেন,”তৃণমূল পরিবারের নীতি আদর্শকে তুলে ধরার জন্য আমি কর্মীদের ধন্যবাদ জানাই | যারা মানুষের মৌলিক অধিকারে আঘাত হানার চেষ্টা করছে, তাঁদের বিরুদ্ধে লড়াই করার সাহস দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ| এই মহান দেশের নাগরিকদের সেবায় আমরা যেন নিজেদের নিয়োজিত করে রাখতে পারি |”

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *