প্রসেনজিৎ ধর, কলকাতা :- নতুন বছরের শুরুতে কৈখালিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড | দাউদাউ আগুনে প্রায় ভস্মীভূত রংয়ের কারখানায় | দমকল সূত্রের খবর, প্রথমে ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায় | পরে সেখানে আরও ইঞ্জিন পাঠানো হয় | জলের পাশাপাশি ফোম ব্যবহার করা হয় আগুন নেভানোর জন্য | কারখানায় রাসায়নিক মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত | কালো ধোঁয়ায় ছেয়েছিল গোটা এলাকা | প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকলকর্মীরা | এরপর শুরু হয় উদ্ধারকাজ | বিকেল পৌণে পাঁচটা নাগাদ দমকল ও এনডিআরএফ কর্মীরা ভস্মীভূত কারখানার ভিতরে ঢোকেন | পাশেই রয়েছে বাচ্চাদের পোশাক তৈরির কারখানা | আগুনের লেলিহান শিখা সেই কারখানাকেও গ্রাস করেছে | স্থানীয়রা জানান, সেখানে বেশ কিছু দাহ্যবস্তু বোঝাই ড্রাম ছিল | আগুন লাগার পর বীভৎস শব্দে সেগুলি ফাটতে শুরু করে | এর জেরে দমকল কর্মীদের কাজ করতেই সাময়িক বেগ পেতে হয় | জায়গা খুবই সঙ্কীর্ণ | এর ফলে দমকলের ফায়ার টেন্ডারগুলি ঢুকতেও সমস্যার মুখে পড়ে |
কারখানার পাশেই দমদম বিমানবন্দরের পাঁচিল | বিমানবন্দর সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ফলে বিমান ওঠানামা ব্যাহত হয়নি | তবে বিমানবন্দর থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয় | বিমানবন্দরের হ্যাঙ্গার থেকে সরানো হয় বিমান | অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু ইতিমধ্যেই এলাকার বিধায়ক অদিতি মুন্সী ঘটনাস্থলে পৌঁছন অদিতি মুন্সী বলেন, “অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসেছে | দমকল বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে | আশা করা যায় কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব | কী থেকে আগুন লাগল তা এখনও নিশ্চিত করা যায়নি | খতিয়ে দেখা হচ্ছে | যা যা ব্যবস্থা নেওয়া দরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গেলে তার চেষ্টা করব | এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া যায় আমরা তা করব|” কী থেকে কারখানাটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় | শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান | গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ ও দমকল বাহিনী জানিয়েছে |